২২ অক্টোবর ২০২৫, ১০:৩০

ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি   © টিডিসি ফটো

শার্শায় বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং সরকারি কর্মচারীদের উৎসব ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে শার্শা উপজেলা পরিষদ চত্বরে এমপিওভুক্ত শিক্ষা ও জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়াও উৎসব ভাতা না থাকায় ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোয় আমরা পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়ি।

আরও পড়ুন : সর্বোচ্চ বাড়ছে ৭৫০০— মূল সুবিধা পাচ্ছেন ৭ গ্রেডের শিক্ষকরা, বাকিদের কী অবস্থা?

তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।

অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।