কর্মচারীদের উৎসব ভাতা না বাড়ায় ক্ষোভ, আন্দোলনে নামার ঘোষণা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি করা হলেও কর্মচারীদের উৎসব ভাতার দাবি মানেনি অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন কর্মচারী সংগঠনের নেতারা। দাবি না মানলে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছেন কর্মচারীরা।
জানতে চাইলে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া জুলাই থেকে ১৫ শতাংশ করা হবে। তবে সেখানেও ন্যূনতম দুই হাজার টাকার কথা হয়েছে। এখানে বৈষম্য হয়েছে বলেই মনে হয়েছে। এছাড়া কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হলেও তা বাদ দিয়ে শুধু বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করায় আমরা তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের দাবি স্পষ্ট। আমরা ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া, এক হাজার টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছি। এটি না করা হলে সব কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।