অফিস সহায়ক পদে পুনর্বহাল দাবি ৪র্থ শ্রেণির কর্মচারীদের
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীরা অফিস সহায়ক পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। দাবি না মানা হলে আদালতে রিট করবেন বলে জানিয়েছে এমপিওভুক্ত ৪র্থ শ্রেণি কর্মচারী দপ্তরী পরিষদ। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এমএলএসএস দপ্তরীরা শিক্ষা প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের সব ধরনের কাজ করে থাকন। জাতীয় পতাকার উত্তোলন, শিক্ষক ও শিক্ষার্থীদের সময় মতন ক্লাস টাইমে ওয়ার্নিং দেওয়া, অফিসের সকল ফাইলপত্র সরবরাহ করেন। শিক্ষকরা যখন ক্লাসে যান তখন তাদের ক্লাস টাইম মেন্টেন করে তাদেরকে অবহিত করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। প্রতিষ্ঠান প্রধানের কাজেও সার্বিক সহযোগিতা করে থাকেন।
এমএলএসএস এর কর্মচারীরা দীর্ঘ ২০ অথবা ২৫ বছর ধরে অফিস সহায়ক হিসেবে বিবেচিত হতেন। তবে হঠাৎ করেই তাদের অন্য পদে সমন্বয় করা হচ্ছ। ২০-২৫ বছর চাকরির একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিম্ন পদে সমন্বয় অসম্মানজনক।
তারা জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এমএলএসএস কর্মচারীদের নিয়োগপত্র ও যোগদানপত্র এক। চাকরির শেষ সময়ে সেই এমএলএসএস দপ্তরিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিছন্নতা কর্মী করা হচ্ছে। যা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে সংগঠনটি।