০৬ অক্টোবর ২০২৫, ২০:৩৩

বদলির সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা

সরকারি লোগো  © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী কর্মচারীরা তাদের জন্য সর্বজনীন বদলি ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন। এ দাবিতে আজ সোমবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ এমপিওভুক্ত কর্মচারী ঐক্যজোট।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘বেসরকারি এমপিওভুক্ত কর্মচারীরা নিজ জেলা থেকে দূর-দূরান্তে দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট পেশাকে ভালোবেসে নিজ জেলার বাইরে ও দূর-দূরান্তে কর্মরত আছেন। শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও কর্মচারীরা এ সুবিধা থেকে বঞ্চিত। আমরা জানি সার্বজনীন বদলি চালু করতে সরকারের কোন অতিরিক্ত বাজেট প্রয়োজন নেই। বরং এই উদ্যোগ নিলে কর্মচারীরা পারিবারিক ও মানসিকভাবে ভালো থাকতে পারবেন। প্রতিষ্ঠানগুলোর, অফিস কার্যক্রম আরো ভালো হবে। শিক্ষার মান বৃদ্ধি পাবে। এ অবস্থায় সকল ইনডেক্সপ্রাপ্ত কর্মচারী জন্য বদলির সুবিধা চালু করলে শিক্ষা খাতে গুণাগত মান বৃদ্ধি পাবে।

এ বিষয়ে বাংলাদেশ এমপিওভুক্ত কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো: রাসেল মন্ডল বলেন, বেসরকারি এমপিওভুক্ত কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে নিজ জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে, বর্তমানে এনটিআরসিএ শিক্ষকবৃন্দের বদলির সুযোগ তৈরি হলেও কর্মচারীদের সে সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এটি নিঃসন্দেহে এক ধরনের বৈষম্য। সরকারের প্রতি আমাদের সংগঠনের জোর অনুরোধ—কর্মচারীদের ক্ষেত্রে এই বৈষম্য দূর করে দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করা হোক। অন্যথায়, এই বৈষম্যের প্রতিবাদে সারাদেশব্যাপী এমপিওভুক্ত কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংগঠনটির মহাসচিব মো: মাহবুব আলম বলেন, সরকার শুধু এমপিওভুক্ত শিক্ষকদের বদলী চালু করার মধ্যে দিয়ে কর্মচারীদের সাথে একটি বড় বৈষম্য সৃষ্টি করল। বাংলাদেশ এমপিওভুক্ত কর্মচারী এটা মেনে নেবে না। যেখানে এই সরকারের বৈষম্য দূর করার কথা, সেখানে তারাই আবার বৈষম্য সৃষ্টি করছে। কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।