০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৮

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগে দুইটি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে একটি স্থায়ী এবং একটি ছুটিজনিত শূন্য পদের বিপরীতে অস্থায়ী। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঢাবি রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত আবেদন ফরমে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী)।

আবেদনের জন্য প্রার্থীদের মৎস্যবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতির ক্ষেত্রে ন্যূনতম ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.২৫ জিপিএ অর্জন করতে হবে। তবে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএধারীদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসির যেকোনো একটির শর্ত শিথিলযোগ্য।

প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্মত জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অন্যান্য প্রযোজ্য নোট ও শর্ত বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কার্যকর হবে।

আবেদন করতে হলে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি মিলিয়ে মোট আট কপি আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। বর্তমানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।