রাঙামাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর পরীক্ষার দিন ধার্য থাকলেও অনিবার্য কারণবশত এটি নেওয়া হবে না বলে জানানো হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন সই করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪ নভেম্বরের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।