০৮ নভেম্বর ২০২৫, ১৬:২৫

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজ, পদ ৭, আবেদন অনলাইনে

৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভারে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার। প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মচারী পদে ৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ২৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীর আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা;

১. পদের নাম: সহকারী শিক্ষক (পুরুষ);

বিষয়ের নাম: ইংরেজি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০ম গ্রেড;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের ফলাফল থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিইউপি, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: সহকারী শিক্ষক (নারী);

বিষয়ের নাম: ইংরেজি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০ম গ্রেড;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের ফলাফল থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ ৪০, আবেদন সরাসরি-ডাকযোগে

৩. পদের নাম: অফিস সুপারিনটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২তম গ্রেড;

আবেদনের যোগ্যতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও/সার্জেন্ট হতে হবে;

৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২০তম গ্রেড;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*বিবাহিত হতে হবে;

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদ ৩২, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নারী);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২০তম গ্রেড;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*বিবাহিত হতে হবে;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পদ ২৫, আবেদন নির্ধারিত ফরমে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

অন্যান্য সুযোগ-সুবিধা (সব গ্রেডের ক্ষেত্রে): প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা;

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (২৩ নভেম্বর ২০২৫ তারিখ);

কর্মস্থল: সাভার, ঢাকা; 

আরও পড়ুন: ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

সহকারী শিক্ষক পদের জন্য ৭০০ টাকা, সুপারিনটেনডেন্ট পদের জন্য ৫০০ টাকা ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য ৪০০ টাকা অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২৩ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

লিখিত পরীক্ষা: আগামী ২৮ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ডেমোনেস্ট্রেশন পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইলের মাধ্যমে জানানো হবে;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সেনা পাবলিক স্কুল ও কলেজের অফিশিয়াল ওয়েবসাইট