২৯ আগস্ট ২০২৫, ১২:৩২

শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ ১৮

প্রভাষক নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ‘প্রভাষক’ পদে ১৮ শিক্ষক নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। প্রভাষক পদের জন্য ৬ সেট আবেদনপত্র পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ফিশারিজ;

পদসংখ্যা: ৪টি;

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ফলিত রসায়ন ও কেমিকৌশল;

পদসংখ্যা: ২টি;

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৮

৩. পদের নাম: প্রভাষক (সহকারী অধ্যাপকের বিপরীতে);

বিভাগ: ফলিত রসায়ন ও কেমিকৌশল;

পদসংখ্যা: ১টি;

৪. পদের নাম: প্রভাষক;

বিভাগ: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ১টি;

৫. পদের নাম: প্রভাষক (একটি সহযোগী অধ্যাপকের বিপরীতে ও অন্যটি অধ্যাপক পদের বিপরীতে);

বিভাগ: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ২টি;

আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩৬, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

৬. পদের নাম: প্রভাষক;

বিভাগ: মার্কেটিং;

পদসংখ্যা: ২টি;

৭. পদের নাম: প্রভাষক;

বিভাগ: মার্কেটিং (গণিত/পরিসংখ্যান বিষয়ে);

পদসংখ্যা: ১টি;

৮. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ফিন্যান্স;

পদসংখ্যা: ২টি;

আরও পড়ুন: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি, পদ ৯

৯. পদের নাম: প্রভাষক (১টি সহকারী অধ্যাপক ও অন্যটি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে);

বিভাগ: ফিন্যান্স;

পদসংখ্যা: ২টি;

১০. পদের নাম: প্রভাষক;

অনুষদ: জীববিজ্ঞান (ইংরেজি বিষয়ে);

পদসংখ্যা: ১টি;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে মেরিটাইম ইউনিভার্সিটি, পদ ২১

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী);

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: চট্টগ্রাম;

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ১০০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৩টা ৩০ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দ্য ডেইলি নিউএজ, ২০ আগস্ট ২০২৫, পৃষ্ঠা-১৫