হাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে চাকরি, পদ ৩৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ৩০টি বিভাগ ৩৬ প্রভাষক নিয়োগে ১৩ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুনের মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ১ সেট মূলকপিসহ মোট ৮ কপি আবেদনপত্র পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি);
বিভাগ ও পদসংখ্যা—
*কৃষিতত্ত্ব বিভাগ (১টি);
*উদ্যানতত্ব বিভাগ (১টি);
*কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ (২টি);
*মৃত্তিকাবিজ্ঞান বিভাগ (১টি);
*উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ (১টি);
*কৃষি রসায়ন বিভাগ (১টি);
*মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগ (২টি);
*ডেইলি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স (১টি);
*প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগ (১টি);
*অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ (১টি);
*জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগ (১টি);
*ফিশারিজ টেকনোলজি বিভাগ (১টি);
*ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগ (১টি);
*ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ (১টি);
*অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি);
*আর্কিটেকচার বিভাগ (২টি);
*সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি);
*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি);
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি);
*ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (২টি);
*অ্যাকাউন্টিং (১টি);
*ম্যানেজমেন্ট (১টি);
*পদার্থবিজ্ঞান (১টি);
*রসায়ন (১টি);
*গণিত (১টি);
*পরিসংখ্যান (১টি);
*ইংরেজি (১টি);
*অর্থনীতি (২টি);
*সমাজবিজ্ঞান (১টি);
*ডেভেলপমেন্ট স্টাডিজ (২টি);
আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২১৫০
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন-ভাতা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (২ জুন ২০২৫ তারিখে);
আরও পড়ুন: নন-ক্যাডারে চাকরি, পদ ৭৯, আবেদন করুন দ্রুতই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রারের অফিস থেকে বা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;
আবেদন ফি—
রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (রূপালী ব্যাংকের যে কোনো শাখা থেকে) করে টাকা জমা দেওয়ার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২ জুন ২০২৫, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: হাবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট