ধর্ম শিক্ষা নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
ধর্মশিক্ষা বাদ দেয়া হয়নি। এটা অপপ্রচার। ধর্মকে কোনো দিনই বাদ দেয়া হয়নি, ধর্ম শিক্ষা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও নিশ্চয়ই থাকবে।
সোমবার (১৮ জুলাই) সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ধর্ম আমাদের নৈতিকা, মূল্যবোধ শেখার মূলক্ষেত্র। কাজেই ধর্ম শিক্ষা আছে, থাকবে। অন্যান্য বিষয়ের মতো ধর্ম শিক্ষাও এমন ভাবে সাজানো হয়েছে, যাতে শুধু পড়ে মুখস্ত করাই নয়, সেটাকে যেন বুঝে আত্মস্থ করে, চর্চা করে। কাজেই ধর্ম শিক্ষা বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটা মহল, একেবারে চিহ্নিত মহল এইসব অপপ্রচার চালাচ্ছে। আমাদের শিক্ষায়, শিক্ষা পরিকল্পনায় অগ্রসরই থেকে না পারতাম, যদি আমরা শিক্ষাকে এগিয়ে নেয়ার কাজে সাফল্যই না থাকতো, তাহলে অতিসম্প্রতি জাতিসংঘের সমীক্ষায় বের হলো দক্ষিণ এশিয়ায় মাধ্যমিক শিক্ষায় সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশ, এটা তো নিশ্চয়ই হতো না।
তিনি আরও বলেন, অনেকে অপপ্রচার চালায় বই থেকে মহানবী (সা.) এর জীবনী বাদ দেয়া হয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব বাদ দেয়া হয়েছে, এগুলো তো সঠিক না। ধর্ম নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে, এটা ঠিক না। আগের কারিকুলামে যা ছিল, সেগুলো বাদ দেয়া হয়নি।