সিলেট যাচ্ছেন শিক্ষামন্ত্রী
সিলেট সফরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একদিনের এ সফরকালে তিনি দুটি কর্মসূচীতে অংশ নেবেন। সোমবার (১৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে বিমান যোগে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন। মন্ত্রীর সরকারি সফরসূচি সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে সকাল ১০টায় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
এরপর সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুরে যাবেন ডা. দীপু মনি। সেখানে ‘ইনাগুরেশন ট্রিস ফর অ্যা বেটার ফিউচার অ্যান্ড রিমোট মেডিকেল এইড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
তিনি ওই অনুষ্ঠান থেকে ফিরে বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকাল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।