০৬ জুলাই ২০২২, ১১:৩৩
এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ প্রতিষ্ঠান
নতুন করে দুই হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে।
বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ায় আজ এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ঘোষণা দেবেন।
যদিও শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রথমে ২ হাজার ৬১৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির কথা জানিয়েছিলেন। তবে এই সংখ্যা ২ হাজার ৭১৬টি বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।