শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ফের সদস্য সচিবের দায়িত্বে সাজু

মো. শাহজাহান আলম সাজু
মো. শাহজাহান আলম সাজু  © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ফের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। 

আজ বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। 

তিন বছরের জন্য অনুমোদন পাওয়া ট্রাস্টের চেয়ারম্যান থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। এছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক।

অবসরে যাওয়া শিক্ষকদের সুবিধা দিতে ১৯৯০ সালে কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দেয়ার কাজ এই প্রতিষ্ঠানের আওতাভুক্ত।

এর আগে ২০১৯ সালের ১০ এপ্রিল তিন বছরের জন্য বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তখন কল্যাণ ট্রাস্টের সচিব করা হয় শিক্ষকনেতা মো. শাহজাহান আলম সাজুকে। এবার ৫ম বারের মত এই ট্রাস্টে সদস্য সচিব নির্বাচিত হলেন তিনি।


সর্বশেষ সংবাদ