প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ১৪৭৯ কর্মকর্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:০৩ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:২২ PM
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় ধরনের পদোন্নতি হয়েছে। প্রভাষক পর্যায়ের ১ হাজার ৪৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। এছাড়া শিক্ষা ছুটি বা প্রেষণে থাকা ১৭ জন প্রভাষককে পদোন্নতির সিদ্ধান্ত হলেও পদোন্নতি আদেশ জারি হবে ছুটি শেষে যোগ দেওয়ার পর।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর মধ্যে একটি আদেশে ১ হাজার ৪৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এই যোগদান প্রক্রিয়া সরাসরি বা অনলাইনে সম্পন্ন করা হবে। তাদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ টাকা দিয়ে শুরু হবে।