০২ ডিসেম্বর ২০২১, ২১:১০

এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৫৫২৯, বহিষ্কার ৪৫

এইচএসসি পরীক্ষার্থী  © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৫ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া  অসাধু পন্থা অবলম্বন করায় ৪৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী , প্রথম দিনের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সকাল ও বিকাল দুই শিফট মিলে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৫৯৩ জন। এই বোর্ডগুলোতে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৭৫২ জন। আর বহিষ্কার করা হয়েছে ১৮ জনকে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৮৪ জন। আর বহিষ্কার করা হয়েছে ২৪ জনকে।