শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন ক্লাস

০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫০ PM
আপাতত একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা থাকলেও আলোচনার মাধ্যমে সময় আরো বাড়ানো যায় কিনা তা নিয়ে আলোচনা করা হবে

আপাতত একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা থাকলেও আলোচনার মাধ্যমে সময় আরো বাড়ানো যায় কিনা তা নিয়ে আলোচনা করা হবে © ফাইল ছবি

আগামী ১২ সেপ্টম্বর স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনার প্রথম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন, অফলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিলেও তা যথেষ্ঠ ছিলো না। শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাসে ফিরিয়ে আনতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে যে তারিখ ঘোষণা করেছে সে অনুযায়ী ক্লাস শুরু হবে।

তিনি বলেন, আপাতত একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা থাকলেও আলোচনার মাধ্যমে সময় আরো বাড়ানো যায় কিনা তা নিয়ে আলোচনা করা হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসে যথাসময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নেওয়া এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

এর আগে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আমরা খুলে দিতে পারবো।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্কুল-কলেজের জন্য আবশ্যিকভাবে পালনীয় হিসেবে বেশকিছু নির্দেশনাও ইতিমধ্যে তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিতে যাচ্ছে মাউশি।

মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী শনিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা স্কুল-কলেজ খোলার জন্য প্রস্তুত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করণীয় ইতোমধ্যে তৈরি করা হয়েছে। দুই/একদিনের মধ্যে নির্দেশনাগুলো স্কুল-কলেজগুলোতে পাঠিয়ে দেয়া হবে।

প্রাথমিকের ভাইভায় যেসব কাগজপত্র লাগবে, জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফুলবাড়ীয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিপিএল ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভারত আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়: মেজর হাফিজ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাচালানির মালামাল জব্দ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬