০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

বিশ্ববিদ্যালয়ও সেপ্টেম্বরে খুলে দিতে অনুরোধ করবেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © সংগহীত

আগামী ১২ সেপ্টেম্বরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেয়ার জন্য অনুরোধ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাদের সিদ্ধান্ত কী তা জানতে বৈঠক করবো। আমরা ১২ সেপ্টেম্বরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এর আগে, এদিন সকালে প্রায় দেড়বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পড়ুন: কর্তৃপক্ষ চাইলে ১২ সেপ্টেম্বর থেকেও খুলতে পারে বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোও সেপ্টেম্বরে খুলে দিতে আগ্রহী। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটসহ বিভিন্ন বডি রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।

বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেয়ার ব্যাপারে উপাচার্যদের অনুরোধ জানাবেন জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবো। এই বৈঠক ৭/৮ সেপ্টেম্বর হতে পারে। ওই বৈঠকেই বিশ্ববিদ্যালয় খুলে দিতে আমি তাদেরকে অনুরোধ করবো।

রিলেটেড সংবাদ: ঢাবি খুলবে অক্টোবরেই