১১ আগস্ট ২০২১, ২০:৫০

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরি স্থায়ী হলো ৬০ জনের

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর  © ফাইল ফটো

যোগদানের সময় উল্লেখিত শর্ত পূরণ করায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬০ জন সহকারী প্রকৌশলির চাকরি স্থায়ী করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ থেকেিএ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষানবিসকালীন চাকরি সন্তোষজনক বিবেচনায় এবং চাকরি স্থায়ীকরণের সকল শর্ত পূরণ করায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী (ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট) নিয়োগ বিধিমালা, ১৯৯৬ এর উপবিধি ৬(১)(খ) ও ৬(৩)(ক)(৪) মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ হতে তাদের চাকরি স্থায়ী করা হলো।

চাকরি স্থায় হওয়াদের তালিকা-১
তালিকা-২