১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার নির্দেশ

১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার নির্দেশ
১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার নির্দেশ  © ফাইল ছবি

আঠারো বছর এবং এর বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (০১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, করোনার বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে দায়িত্ব পালনের অনুরোধ করা হলো।

পড়ুন: এনআইডি ছাড়া টিকা নেবেন যেভাবে

আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

সুরক্ষা অ্যাপ্লিকেশনের তথ্য অনুযায়ী, আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকরাও নিবন্ধন করতে পারবেন। এছাড়া যাদের বয়স এখন ২৫ বছর, তারাও করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।


সর্বশেষ সংবাদ