২০ জুলাই ২০২১, ২৩:৩৬
মুক্তিযুদ্ধে সায়মন ড্রিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার (২০ জুলাই) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় শিক্ষামন্ত্রী জানান, সায়মন ড্রিং মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টি এবং স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে সায়মন ড্রিংয়ের অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং (৭৬) গত শুক্রবার (১৬ জুলাই) রুমানিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছু দিন ধরে তিনি রুমানিয়ায় বসবাস করছিলেন।