২৭ জুন ২০২১, ২২:৪০

পাবলিক পরীক্ষার অনিশ্চয়তা শিগগিরই কেটে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাবলিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে অনিশ্চয়তা আছে, সেগুলো আশাকরি খুব শিগগিরই কেটে যাবে। আমারা খুব শিগগিরই একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো।

আজ রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনায় শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠার সক্ষমতা আমাদের আছে। পাবলিক পরীক্ষা নিয়ে এ মুহুর্তে যে ধরনেরর সিদ্ধান্ত নেয়া দরকার তাই নেয়া হবে। অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্বোগ উৎকণ্ঠা দূর হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এবং আন্তর্জাতিক অঙ্গীকার এসডিজি অর্জনে শিক্ষা প্রধানতম হাতিয়ার। তাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কাজ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

করোনায় মন্ত্রণালয়ের কাজের চিত্র তুলে ধরে দীপু মনি বলেন, করোনার সময় শিক্ষা মন্ত্রণালয় কিছু আইন ও বিধি প্রণয়ন ও সংস্কার করেছে। করোনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এমপিও নীতিমালা প্রণয়ন করেছে। শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। অত্যন্ত সফলভাবে ৩৫ কোটি পাঠ্য পুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।