১৮ জুন ২০২১, ১২:৩৩
মামলা নিয়ে এনটিআরসিএর সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক রোববার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চলমান মামলা ও ডাটাবেজ হালনাগাদ করতে আগামী রবিবার (২০) বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়। শুধু এনটিআরসিএই নয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানের সাথেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন অধিশাখা-১ থেকে সভার নোটিশ জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল জলিল মজুমদার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চলমান মামলার তথ্য এবং ডাটাবেইজের তথ্য হালনাগাদের জন্য আগামী ২০ জুন বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (আইন ও নিরীক্ষা) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মামলার তথ্যসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।