কঠিন শর্তে এমপিও পাবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান
আসন্ন অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হবে। এজন্য বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এমপিও পেতে কঠিন শর্ত পূরণ করতে হবে বিদ্যালয়গুলোকে। এর ফলে অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে না বলে জানা গেছে।
জানা গেছে, ২০২১ সালে নতুম এমপিও পেতে নিম্নমাধ্যকি পর্যায়ে শহরে ১২০ মফস্বলে ৯০, মাধ্যমিকে শহরে ২০০ মফস্বলে ১৫০, উচ্চমাধ্যমিকে শহরে ৪২০ মফস্বলে ৩২০, উচ্চমাধ্যমিক কলেজে শহরে ২৫০ মফস্বলে ২২০ ও ডিগ্রি কলেজে স্নাতকে শহরে ৪৯০ মফস্বলে ৪২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। যদিও এর আগের এমপিও নীতিমালায় শিক্ষার্থীর সংখ্যা কম রাখা হয়েছিল।
নীতিমালার শর্ত অনুযায়ী এমপিও পেতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাশের হার ৪৫ থেকে ৭০ শতাংশ হতে হবে। এছাড়া মোট ১০০ নম্বরের মানদণ্ডে শিক্ষার্থীর সংখ্যায় ৩০, পাশের হারে ৪০ এবং পরীক্ষার্থীর সংখ্যার উপর ৩০ নম্বর রাখা হয়েছে। এর ফলে অনেক প্রতিষ্ঠান এমপিও পাবে না বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নীতিমালা সংশোধনী কমিটির সদস্য ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবি ডলার গণমাধ্যমকে বলেন, এমপিও পেতে যে নীতিমালা করা হয়েছে সেটির সাথে আমরা একমত নই। কেননা এই নীতিমালায় কোনো কলেজই এমপিও পাবে না। অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও দুর্গতি অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, নীতিমালার শর্তে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে। এতে এমপিও পাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে। নতুন নীতিমালা মফস্বলের তো দূরের কথা শহরের অনেক প্রতিষ্ঠানও এমপিও পাবে না। এই নীতিমালা এখন যে প্রতিষ্ঠানগুলো এমপিও পাচ্ছে সেখানে প্রয়োগ করা হলে অনেক প্রতিষ্ঠানের এমপিও বাতিল হয়ে যাবে।