স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন

শিক্ষামন্ত্রীর নেতৃত্বে জাতীয় তদারকি কমিটি গঠন

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © লোগো

স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ২০১৮-২০৩০ বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং এর লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে জাতীয় তদারকি কমিটি গঠন করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা উপমন্ত্রী।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ মোট ২৩ জন। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বিশ্ববিদ্যালয় অধিশাখা) যুগ্মসচিব।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ২০১৮-২০৩০ এর বাস্তবায়ন ত্বরান্বিত করার তত্ত্বাবধান করা; ইউজিসির মনিটরিং ও বাস্তবায়ন সংক্রান্ত কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং পরামর্শ নির্দেশনা প্রদান করা।

কমিটি প্রয়োজনে কোন সদস্য কো-অপ্ট করতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ