ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়  © ফাইল ফটো

আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। সে হিসেবে আচ মঙ্গলবার নয়, আগামীকাল বুধবার হচ্ছে শেষ কর্ম দিবস। আগামী শনিবার (১৫ মে) এই ছুটি শেষ হবে।

মঙ্গলবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৫ মে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন শুরু হয়।

গত ৫ মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কঠোর বিধিনিষেধের সময় সকল ধরনের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সমূহ বন্ধ থাকবে। এই সময় আন্তঃজেলা পরিবহনও বন্ধ থাকবে। ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না।


সর্বশেষ সংবাদ