নারী নির্যাতন মামলায় শিক্ষা ক্যাডার কর্মকর্তা বরখাস্ত
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। নারী নির্যাতন মামলায় জেলে থাকার কারণে এ শিক্ষককে বরখাস্ত করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বরখাস্তকৃত এই শিক্ষক হলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মারুফ হুসাইন খান।
এর আগে মারুফ হুসাইন খানকে সরকারি চাকরি আইন অনুসারে গত ৪ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও গতকাল বুধবার (২৪ মার্চ) তা স্থায়ী করা হয়। তিনি গত ৪ জানুয়ারি নারী নির্যাতন মামলায় জেলা হাজতে যান।
জানা যায়, পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মারুফ হুসাইন খানের বিরুদ্ধে ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়। পরে চলতি বছরের ৪ জানুয়ারি আদালত কর্তৃক জেল হাজতে পাঠানোর আদেশ দিলে তাকে সেদিনই জেল হাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (২) ধারায় গ্রেফতার হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের বিধান আছে।