১৪ মার্চ ২০২১, ১৮:৩৪

দ্রুতই একটি সমীক্ষা করা দরকার: জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আমাদের যে বিপুল সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেগুলোর যে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী রয়েছেন, তার পুরো আর্থিক দায়দায়িত্ব সরকার কতটা কীভাবে নিতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটি সমীক্ষা করে ভালভাবে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ রবিবার বিকেলে আন্দোলনরত শিক্ষকদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকের যদি সামাজিক নিরাপত্তা না থাকে, আর্থিক নিশ্চয়তা না থাকে সেক্ষেত্রে সঠিকভাবে শিক্ষার্থীকে পাঠদান করা অনিশ্চিত হয়ে পড়ে। আমি বিশ্বাস করি শিক্ষকের সামাজিক মর্যাদা এবং শিক্ষকের আর্থিক নিরাপত্তা অত্যন্ত জরুরি। এ কারণেই যদি জাতীয়করণের সুযোগ থাকে সেটি অবশ্যই করা প্রয়োজন।’

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়গুলো নিয়ে দ্রুতই একটি সমীক্ষা করা দরকার। এতে কী ধরনের আর্থিক সংশ্লেষ থাকবে সরকারের এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার সেটি বহনে সরকার কতটা সক্ষম বা কবে নাগাদ সক্ষমতা অর্জন করতে করবে সে বিষয়গুলো খতিয়ে দেখে আমাদেরকে এগুতে হবে।’