২ লাখ শিক্ষককে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২ জন শিক্ষককে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বর্তমান সরকার ও আমাদের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের লক্ষে কাউন্সিলর নিয়োগের বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। এর জন্য প্রতিটি জেলায় একজন করে কাউন্সিলর নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেছি।
তিনি বলেন, এ কাজের জন্য দেশের প্রখ্যাত সব মনোবিজ্ঞানিদের নিয়ে একটি প্রশিক্ষণের কাজও ইতিমধ্যে শুরু করেছি। যার মাধ্যমে আমরা খুব শিগগিরই আমাদের অন্তত ২ লাখ শিক্ষককে এ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারবো। এটি সম্পন্ন হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্ততপক্ষে দুজন শিক্ষক এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কৈশর জীবনে আমাদের শিক্ষার্থীদের নানান ধরনের পারিবারিক, সামাজিক সমস্যার কারণে তারা বিভিন্ন ধরনের চাপের মধ্যে পড়েন। শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানে শিক্ষকরা কাজ করবেন।
মন্ত্রী বলেন, কৈশরে শিক্ষার্থীরা অনেক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এসব বিষয় নিয়ে তাদের কাছে অনেক ভুল তথ্য থাকে। আর এসব কারণে তারা এ সময়টাতে অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ভুল পথে চলে যান। এ সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার লক্ষে এ কাউন্সিলিং ব্যবস্থা কাজ করবে।