আড়াইটায় সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষার দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরেই জরুরি সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। সভা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে এসে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এদিন দুপুরে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি সভা শুরু হয়। এ সভায় সাত কলেজের পরীক্ষাগুলো কীভাবে চলমান রাখা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এতে যুক্ত আছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বলেন, সভায় গৃহীত সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যে জানানো হবে। এর আগে এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় জরুরি সভা আহবান করেছে মন্ত্রণালয়।

এদিকে, রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সাইন্সল্যাব এবং নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুলিশ বলছে, শিক্ষার্থীদের আন্দোলনে যানচলাচল অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুটি পয়েন্ট ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু তারা দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না। সর্বশেষ, পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।


সর্বশেষ সংবাদ