মেডিকেলে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়নি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লোগো
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লোগো  © সংগৃহীত

মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. একেএম আহসান হাবীব।

আজ সোমবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা তো স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে মন্ত্রী থেকে যেভাবে নির্দেশনা আসে সেভাবেই আমরা কাজ করি। 

আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় যত আবেদন পড়ল

করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে আগামী ২৪ মে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু আর তার এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হল খুলে দেওয়ার ঘোষণা দেন তিনি।

এরপর মেডিকেলে ভর্তিচ্ছুদের মাঝে তাদের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন দেখা দেয়। যদিও শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সম্পর্ক নেই। এই দুটো সম্পর্কযুক্ত নয়।


সর্বশেষ সংবাদ