শিক্ষামন্ত্রী-উপাচার্যদের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আলোচনা

  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার দাবিতে দিনভর দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন-সংগ্রামের মধ্যে করণীয় ঠিক করতে উপাচার্যদের নিয়ে জরুরি সভায় বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার সন্ধ্যা ৬টায় এ সভায় অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্পাস খোলা নিয়ে উপাচার্যদের মতামত শুনেছেন। তবে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।

সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে জানিয়েছে। সভায় ইউজিসি চেয়ারম্যান, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: হল খোলার দাবি, শাবিপ্রবি উপাচার্য ভবনে তালা

জবি উপাচার্য বলেন, দেশব্যাপী ক্যাম্পাস এবং হল খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এ বিষয়ে আমরা তুলে ধরেছি। সভায় শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্পাস খোলা নিয়ে উপার্যদের মতামত জানতে চেয়েছেন। সবাই সেখানে তাদের মতামত তুলে ধরেছেন। আগামী ২-১ দিনের মধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়ে দেবে।

পড়ুন: ক্যাম্পাস খোলার দাবিতে রাবিতে বিক্ষোভ

এদিকে এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে হল খোলার দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের সভা চলাকালীন সময়ে একই দাবিতে শাবিপ্রবি উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বা হল কোনটিই আনুষ্ঠানিকভাবে খোলা হবে না। ভ্যাকসিন নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এসব বিষয়ে কথা হয়েছে। তবে সিদ্ধান্ত যা নেবে শিক্ষা মন্ত্রণালয় সেটা জানিয়ে দেবে।


সর্বশেষ সংবাদ