১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৩
অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) উপস্থিত হয়ে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে তারা টিকা নিতে পারবেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যারা ইতোমধ্যে সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করেছেন তাদের সেসব হাসপাতালে টিকা গ্রহণের সুযােগ উম্মুক্ত থাকবে।
তবে যারা জাতীয় অর্থোপেডিকসে টিকা নিতে চান তাদের ওই হাসপাতালের ফোকাল পারসন (মােবাইল- ০১৭৪৮৩৮৯৬০৯) অথবা পরিচালকের দফতরে (০১৭১৬৩৯৯৯৩৬) যােগাযােগ করতে বলা হয়েছে।