০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯

বিভাগ পরিবর্তন বহালের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি

বিভাগ পরিবর্তন বহালের দাবিতে সম্প্রতি ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় ভর্তিচ্ছুরা  © ফাইল ফটো

দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন বহালের দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের সংশ্লিষ্ট অফিসে এটি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে তারা দুটি দাবি তুলে ধরেছেন। বিভাগ পরিবর্তন বহাল ছাড়া তাদের অন্য দাবিটি হলো- গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতির বাতিল।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষে তিনজন স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। তাদের একজন শেখ সাব্বির হাসনাত। বিষয়টি নিশ্চিত করে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুরে সচিবালয়ের ৫নং গেটে স্মারকলিপির কপিটি সংশ্লিষ্ট কর্মকর্তারা রিসিভ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পিয়ন আসলে সেটি শিক্ষামন্ত্রী বরাবর পাঠিয়ে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যা আমাদের মঙ্গলের জন্য। তাই আমরা এটার সাধুবাদ জানায়। কিন্তু এ পরীক্ষায় গুচ্ছ কমিটি কর্তৃক দুইটি নতুন সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত দুটি হলাে বিভাগ পরিবর্তন করার জন্য কোন আলাদা ইউনিট থাকবে না এবং অপরটি হলো সিলেকশন পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে ৮ লাখ শিক্ষার্থী এ পরীক্ষা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। কাজেই আমরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হতে চাই না।

“তাই আমাদের দাবি দুটি- মানবিক ইউনিটের সাথে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করার সুযোগ এবং ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল করা।”