এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুমোদন
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৫ PM
চলতি বছর অনুষ্ঠেয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরিকৃত সংক্ষিপ্ত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিলেবাস আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়কের দায়িত্বে থাকা ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। আগামীকাল শুক্র থেকে রবিবারের মধ্যে যে কোনো দিন সেটি শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে আপলোড করা হবে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য গড়ে ৬০ দিন ক্লাস করানোর মতো করে নতুন সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের গড়ে ৮৪ দিনের ক্লাস করানোর মতো সিলেবাস তৈরি কেরা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে তৈরিকৃত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আমরা এটি ঢাকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছি।
নতুন সিলেবাস কতটুকু কমানো হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্ম দিবসে শেষ করা যাবে এমন সিলেবাস তৈরি করেছি। আর এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ৮০-৮৪ দিনে শেষ করার মতো সিলেবাস তৈরি করা হয়েছে। সিলেবাস আগের চেয়ে অনেক সংক্ষিপ্ত করা হয়েছে। এটি খুব সহজেই নির্ধারিত সময়ে শেষ করা যাবে।
এদিকে আগামী দুই একদিনের মধ্যেই নতুন তৈরিকৃত সিলেবাসটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে। ইতোমধ্যে সিলেবাসটি আপলোডের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরিকৃত সিলেবাসটি আমাদের কাছে এসেছে। এটি যেকোনো মুহূর্তে ওয়েবসাইটে আপলোড করা হবে।
এর আগে ২০-৩০ শতাংশ কমিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল এনসিটিবি। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেটি বাতিল করে অল্প সময়ে শেষ করা যায় এমন সিলেবাস তৈরির নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী এসএসসির প্রতিটি বিষয়ে গড়ে ৩০ কর্ম দিন ক্লাস নেয়ার মতো করে সিলেবাস তৈরি করা হয়েছে। আর এইচএসসিতে প্রতিটি বিষয়ে জন্য গড়ে ৩৮-৪২ দিন ক্লাসের হিসেব করে সিলেবাস তৈরি করা হয়েছে।