১ হাজার ২৭০ এমপিওবঞ্চিত শিক্ষককে নতুন সুপারিশের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভুল চাহিদার কারণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের সুপারিশ পেয়েও এমপিওবঞ্চিত হচ্ছিলেন ১ হাজার ২৭০ জন শিক্ষক। তবে তাদেরকে দ্রুত নিজের স্থায়ী ঠিকানার কাছাকাছি অন্য প্রতিষ্ঠানে পুনরায় নিয়োগের সুপারিশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি অধিশাখা-৩ থেকে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়। নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব কামরুন নাহার স্বাক্ষর করেছেন।

আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এনটিআরসিএর ২০১৯ সনে দ্বিতীয় নিয়োগ চক্রে ভুল চাহিদায় সুপারিশকৃত শিক্ষকদের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দশনা অনুযায়ী যতদূর সম্ভব তাদের স্থায়ী ঠিকানার কাছাকাছি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে ও নিজ নিজ বিষয়ের বিপরীতে পূর্বের সুপারিশের ধারাবাহিকতায় প্রতিস্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্ত্রণালয়ের নির্দেশনা

 


সর্বশেষ সংবাদ