০২ জানুয়ারি ২০২১, ২৩:৪৩
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের জিও জারি
এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের ২০২০ সালের ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় সে প্রস্তাবে অনুমোদন দিয়েছে।