শিগগিরই বেসরকারি শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আগে শূন্য পদের তালিকা সংগ্রহ করলেও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি। তবে শিগগিরই ৮০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সাবেক চেয়ারম্যান চলে যাওয়ার পর অনেকদিন এ পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।
দীপু মনি আরও বলেন, এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।
কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কারও অনিয়াম-দুর্নীতি মেনে নেয়া হবে না। কেউ দুর্নীতি করলে তা তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।