শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন: আলোচনায় থাকবে এইচএসসি’র ফল
আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যা নিয়ে আগ্রহের কমতি নেই এইচএসসি ও সমমানের ফলাফল প্রত্যাশীদের। যদিও সংবাদ সম্মেলনটি নতুন বছরের বই উৎসবকে ঘিরে ডাকা হয়েছে, তবুও সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের রেজাল্ট নিয়ে নানা প্রশ্নের জবাব দেবেন শিক্ষামন্ত্রী বলেই ধারণা শিক্ষা সংশ্লিষ্টদের। কেননা সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ থাকছে সাংবাদিকদের।
উচ্চশিক্ষায় প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে করোনার কারণে এবার সেই পরীক্ষা বাতিল করে অটোপাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের রেজাল্ট দেয়ার ঘোষণা দেয়া হয়। চলতি ডিসেম্বরে সেই ফল দেয়ার কথা থাকলেও নানা কারণে সেটি সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফিলে এইচএসসির রেজাল্টসহ নানা কারণেই কালকের সংবাদ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বের সাথেই দেখছেন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বই উৎসবের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ দেয়া হতে পারে সে বিষয়েও কথা বলবেন শিক্ষামন্ত্রী। এছাড়া ফলাফল কীভাবে দেয়া হবে, রেজাল্ট দেয়ার ক্ষেত্রে চতুর্থ বিষয় রাখা হবে কিনা এবং ব্যবহারিক নম্বরসহ রেজাল্ট দেয়া হবে কিনা সেটিও জানাতে পারেন শিক্ষামন্ত্রী।
এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রবিবার (২৭ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘মঙ্গলবার বই উৎসব নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। সেখানে বই উৎসব ছাড়া অন্য কোন বিষয়ে কথা বলবেন সেটি আমরা বলতে পারবো না। তবে সেখানে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ থাকবে।’’
এইচএসসির রেজাল্ট তৈরি নিয়ে কাজ করা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের সংবাদ সম্মেলন বই উৎসব নিয়ে হলেও সাধারণ মানুষ এবং কয়েক লাখ শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এইচএসসি ও সমমানের ফলাফলের নানা বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী। কেননা চলতি মাসে ফলাফল দেয়ার কথা থাকলেও সেটি সম্ভব না হওয়ায় শিক্ষার্থী-অভিভাবকদের মনে নানা প্রশ্নের জন্ম হয়েছে। যে বিষয়গুলো শিক্ষামন্ত্রী পরিস্কার করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এইচএসসি’র গ্রেড মূল্যায়ন কমিটির এক সদস্য জানান, এইচএসসি রেজাল্ট দেয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে একমাত্র শিক্ষামন্ত্রীই কথা বলতে পারেন। ফলাফল দেয়ার জন্য যে খসড়া নীতিমালা তৈরি হয়েছে সে বিষয়েও আলোকপাত করবেন শিক্ষামন্ত্রী। কেননা এই বিষয়গুলো নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছে। আগামীকালের সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো পরিস্কার করবেন শিক্ষামন্ত্রী।
এর আগে গত ৭ অক্টোবর ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমানের রেজাল্ট দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার এইচএসসি পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের জেএসসিতে প্রাপ্ত গ্রেডের ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত গ্রেডের ৭৫ শতাংশ নম্বর নিয়ে এইচএসসি’র ফল দেয়া হবে বলে জানা গেছে।