১৫ ডিসেম্বর ২০২০, ০০:১০

রাবির ২০১৭ সালের নিয়ােগ নীতিমালা বাতিলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

রাবির ২০১৭ সালের নিয়ােগ নীতিমালা বাতিলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা  © লোগো

দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে চারটি-ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম। এসব বিশ্ববিদ্যালয় ১৯৭৩ এর আদেশ অনুযায়ী পরিচালিত হয়। সম্প্রতি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক তদন্ত প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতি পেয়েছে।

এ প্রেক্ষিতে ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালার সাথে মিল রেখে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা তৈরি করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টির ২০১৭ সালে করা নিয়ােগ নীতিমালাটি বাতিল করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেয়া হয়।

পত্রে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের নিয়ােগ নীতিমালা বাতিল করে ১৯৭৩ এর আদেশ অনুযায়ী পরিচালিত অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়ােগ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়নের নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।