০৪ অক্টোবর ২০২০, ১৭:০০
শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিওর চেক ছাড়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
আজ রবিবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষাক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক ৪ অক্টোবরে সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রধান কার্যালয়ে (অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী) হস্তান্তর করা হয়েছে।