সামনের মাস থেকে এমপিওভুক্তির আবেদন শুরু: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩ PM
এমপিও নীতিমালায় পরিবর্তন ও সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এটি অক্টোবরের মধ্যে সংশোধনের কাজ শেষ করে চূড়ান্ত করা হবে। সেই মাস থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হবে।
বুধবার শিক্ষাবিট সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যে নীতিমালা করা হয়েছিল, তার মধ্যে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। আমরা সেসব সংশোধনে কাজ শুরু করেছি। করোনা পরিস্থিতির মধ্যে এ বিষয়ে একাধিক সভা হয়েছে। এ নীতিমালাকে যুগোপযোগী করার কাজ শুরু হয়েছে। নতুন নতুন বিষয়গুলোর পদ সৃষ্টি করা হচ্ছে। এসব শিক্ষকরা নিয়োগ পাওয়ার পর যেন এমপিও নিয়ে সমস্যা সৃষ্টি না হয়, সেটা মাথায় রেখে সংশোধন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী মাসের মধ্যে এমপিওভুক্তি নীতিমালা সংশোধন কাজ চূড়ান্ত করে প্রকাশ করা হবে। অক্টোবর থেকেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে। তবে এ বছর আবেদন যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ করা শেষ করা সম্ভব না হলেও, দ্রুত সময়ের মধ্যে করতে সকল কর্মকর্তারা সার্বিক চেষ্টা করছেন।এমপিওভুক্তির কার্যক্রম অনেক কঠিন ও জটিল, তাই এটি শেষ করতে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে।
সভায় করোনাকালে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মূল্যায়ন কীভাবে আরও বেশি প্রসার করা যায়, তা নিয়ে অনেক কাজ করা হয়েছে। স্বাভাবিক সময়ে এত দীর্ঘ বৈঠক হয় না। তবে অনলাইনের মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি।’
উপমন্ত্রী বলেন, ‘অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক গুজব ও আলোচনাও হয়েছে। এ নিয়ে আমাদেরও অনেক সময় নিরবতা পালন করতে হয়েছে। পরে এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যাতে বিভ্রান্তি তৈরি না হয় তা নিয়ে বক্তব্যও দিতে হয়েছে।’