৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

এইচএসসি পরীক্ষার আগে ৪ সপ্তাহ সময় রাখা হবে: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি  © ফাইল ফটো

এইচএসসি পরীক্ষা শুরুর আগে চার সপ্তাহ প্রস্তুতির সুযোগ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, দুই সপ্তাহ নয়, অন্তত চার সপ্তাহ সময় দিব আমরা।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের আরও একটি সভা রয়েছে। সেটার পর আমরা এই পরীক্ষার ব্যাপারে একটি সুনির্দ্দিষ্ট ধারণা দিতে পারবো। তবে সেটি আগামী সোম-মঙ্গলবারে বলতে পারবো বলে আশা করছি।  

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় অটোপাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।