৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৪

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত কাল

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে ৩ অক্টোবরের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, আগামীকাল বৃহস্পতিবারের (১ অক্টোবরের) মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা আছে। এর পর কী হবে বৃহস্পতিবারের মধ্যে মিডিয়াকে জানাতে হবে।’ এসময় করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘এখনো ধারাবাহিকভাবে সেটি কার্যকর রয়েছে। বিভিন্ন বিষয় ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ হয়ে আছে। ৩০ অক্টোবরের পরে কী করা যায়, সেটা আজকালের মধ্যেই সিদ্ধান্ত নেব।’

এসময় করোনাকালে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মূল্যায়ন কীভাবে আরও বেশি প্রসার করা যায়, তা নিয়ে অনেক কাজ করা হয়েছে। স্বাভাবিক সময়ে এত দীর্ঘ বৈঠক হয় না। তবে অনলাইনের মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক গুজব ও আলোচনাও হয়েছে। এ নিয়ে আমাদেরও অনেক সময় নিরবতা পালন করতে হয়েছে। পরে এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে যাতে বিভ্রান্তি তৈরি না হয় তা নিয়ে বক্তব্যও দিতে হয়েছে।’

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয়ে কথা বলতে এ মতবিনিময় সভা করা হচ্ছে। এতে উপস্থিত রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং করোনাকালীন শিক্ষাব্যবস্থা নিয়ে সামগ্রিক আলোচনা হবে।

শিক্ষা সচিব মাহবুব হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।

সভার শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের খোলামেলা আলোচনা করাই এ সভার উদ্দেশ্যে।