শিক্ষক নিয়োগে ভুল চাহিদা দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
শূন্যপদ না থাকা স্বত্তেও চাহিদা দেয়া কিংবা এক বিষয়ের চাহিদায় অন্য বিষয় উল্লেখ করে ভুল তথ্য দেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর এসব প্রতিষ্ঠানের কতটির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী সাত (০৭) দিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এনটিআরসিএকে জানাতে বলা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, গত ৯ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্বে এনটিআরসিএর বিভিন্ন সমস্যা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদ না থাকা সত্ত্বেও ভুল চাহিদা দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
আদেশে আরও বলা হয়েছে, গত ৩ আগস্ট এনটিআরসিএ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠি পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা পাঠাতে বলা হয়। কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে হবে তা আগামী সাত কর্মদিবসের মধ্যে জানাতে অনুরোধ করা হলো।