ইউজিসির সক্ষমতা বৃদ্ধি করা অতীব জরুরি: শিক্ষামন্ত্রী
দেশের উচ্চশিক্ষা সেক্টরে যাতে সবকিছু দেখভাল করতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সক্ষমতা বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এজন্য কাজ করছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এমনটাই জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইউজিসির সক্ষমতা বৃদ্ধি করা এখন একবারে অতিব জরুরি হয়ে পড়ছে। এজন্য কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়েবিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ যুক্ত ছিলেন। সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে ইউজিসি প্রতিষ্ঠা হয়েছিল মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে। সেখান থেকে বর্তমানে দেশে ১৫০টিও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে।। কাজেরই তাদের সক্ষমতা বৃদ্ধি করা এখন একবারে অতিব জরুরি। যাতে কমিশন দেশের উচ্চশিক্ষার সেক্টরটি পুরোপুরি দেখতে পারে, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবকিছুর দেখভাল করতে পারে সেই সক্ষমতা ইউজিসির থাকতে হবে।
তিনি বলেন, গত এক দশকের বেশি সময়ে দেশের শিক্ষাক্ষেত্রে বিশাল অর্জন রয়েছে। এসময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে শিক্ষা আওতায় আনতে চেষ্টা করা হয়েছে। বর্তমানে সংখ্যার দিকে বিশাল অর্জন রয়েছে, এখন আমরা মানের দিকে নজর দিচ্ছি। এজন্য ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে শিক্ষা সকল পর্যায়ে মান নিশ্চিত করার কথা বলা হয়েছে। আর এখন সেই লক্ষ্যে কাজ করছে সরকার।