২২ জুলাই ২০২০, ২৩:২২

‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামে কোন বোর্ড নেই: শিক্ষা মন্ত্রণালয়

‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামে কোন বোর্ড নেই: শিক্ষা মন্ত্রণালয়
  © লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ড রয়েছে।  আর মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড এরমধ্যে নেই।

আজ বুধবার ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামক একটি ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’। এরপর বিষয়টি ভাইরাল হয়ে গেলে মন্ত্রণালয়ের নজরে আসে।

রাতে মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদটি ভিত্তিহীন ও গুজব। বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক ফেসবুক পেজ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল। শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামে কোন বোর্ড নেই। এটি একটি ভুয়া ফেসবুক পেজ। এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডসমূহ: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা বোর্ডসমূহ হল-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, বরিশাল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড