হাইকোর্টে গিয়ে এমপিও ফিরে পেলেন কলেজ অধ্যক্ষ
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট আদর্শ কলেজের অধ্যক্ষের এমপিও সাময়িকভাবে বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এমপিও পেতে আপাতত আর কোনো বাধা থাকলো না তার।
চরফ্যাশন উপজেলার কলেজটির অধ্যক্ষ এ কে এম শাহে আলমের রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষে গতকাল ভার্চুয়াল শুনানিতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম।
অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, গত ১১ জুন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট আর্দশ কলেজের অধ্যক্ষ এ কে এম শাহে আলমের এমপিও সাময়িকভাবে স্থগিত করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ।
ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন অধ্যক্ষ। শুনানি শেষে আদালত নিয়মিত হাইকোর্ট বেঞ্চ খোলা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে তার এমপিও পেতে আপাতত আর বাধা থাকলো না। তবে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলমান থাকবে বলে আদেশে বলা হয়েছে।