১৪ জুন ২০২০, ১৬:৪৬

শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সমন্বয় সভা মঙ্গলবার

  © ফাইল ফটো

আগামী মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় এই সভা শুরু হবে। রোববার (১৪ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করবেন। সভায় পেন্ডিং তালিকা পর্যালোচনা, বিগত সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনার বিষয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামীকাল সোমবারের (১৫ জুন) মধ্যে পেন্ডিং তালিকা পর্যালোচনা ও বিগত সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সকাল ১১টার মধ্যে sas_s4@moedu.edu.bd এই ইমেইলে পাঠাতে হবে।