অনলাইন কেনাকাটা নিয়ে ৭ নির্দেশনা বাণিজ্য মন্ত্রণালয়ের
করোনাভাইরাসের সময় সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে অনলাইনে কেনাটার জন্য ৭টি নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয়ের ডব্লিউটিও শাখার পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনা সমূহ হলো-
১. স্বাস্থ্যবিধি মেনে ই-কমার্সের মাধ্যমে খাদ্য ও অন্যান্য সামগ্রী পরিবহন ডেলিভারি প্রদান কোন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গত ২৬ মার্চ থেকে গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পবিত্র রমজান মাসে জনসাধারণের ইফতার ও সেহরির সুবিধার্থে ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদানের সুযোগ দেয়া হয়েছে।
২. বর্ণিত অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ই কমার্স প্রতিষ্ঠান (ফুডপান্ডা, উবার ইটস, হাংরি নাকি, ট্রান্সকম ফুড) এর সাথে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট সমূহের রান্নাঘর সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখতে পারবে।
৩. রেস্টুরেন্ট সমূহের রান্নাঘর পরিবহন ও তাদের সাথে সংশ্লিষ্ট সকল ডেলিভারীম্যান ও যানবাহন সকাল ৬ টা থেকে রাত দশটা পর্যন্ত স্বাভাবিক চলাচল করতে পারবে।
৪. এক্ষেত্রে রেস্টুরেন্ট সমূহের অবস্থান করে খাওয়া-দাওয়া করা যাবে না শুধু পালের মাধ্যমে খাবার ডেলিভারি দেয়া যাবে।
৫. ডেলিভারীম্যান কোনক্রমেই রেস্টুরেন্টের কিচেনে প্রবেশ করতে পারবে না। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কিচেনের বাইরে থেকে খাবারের পার্সেল গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকের নিকট পৌঁছে দিতে হবে।
৬. এ বিষয়ে খাবারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের সাথে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট এর তালিকা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট দাখিল করতে সংযুক্ত গাইডলাইন ও স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক প্রণীত স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক খাবার ডেলিভারি দিতে হবে। ই কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ তাদের প্রয়োজনীয় পরিচয় পত্র এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে।
৭. পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরের নিয়ে জনসাধারণের সুবিধার্থে পোশাক, বই, ইলেকট্রনিক ও অত্যাবশ্যকীয় অন্যান্য পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় স্বাস্থ্যবিধি মেনে এবং প্রযুক্তিগত দূরত্ব বজায় রেখে সকাল ৬ টা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত ডেলিভারি প্রদান করতে পারবে।