৩০ এপ্রিল ২০২০, ১৩:১৬

নতুন এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান চূড়ান্ত (তালিকা)

এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার  মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে বেশ কয়েক দফায় যাচাই-বাছাই হয় এই তালিকা।

জানা গেছে, তথ্য যাচাই বাছাইয়ের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭৭টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানানো হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা ও কারিগরি বিভাগের ওয়েবসাইট থেকে তালিকা দেখতে ক্লিক করুন: www.tmed.gov.bd

এছাড়াও আলাদাভাবে দেখতে ক্লিক করুন: এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা

এমপিওভুক্ত আলিম মাদ্রাসা

এমপিওভুক্ত ফাজিল মাদ্রাসা

এমপিওভুক্ত কামিল মাদ্রাসা

এমপিওভুক্ত ডিপ্লোমা ইন এগ্রিকালচার স্তর

এমপিওভুক্ত বিএম স্তর

এমপিওভুক্ত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল